রাজ্যের খবর

পুলিশের আবারো বড়সড়ো সাফল্য ,৭ টি মোবাইল ও নগদ টাকা সহ গ্ৰেফতার ৭

Police again arrested 7 with 7 mobile phones and cash

The Truth Of BENGAL : এবার রানাঘাট পুলিশের জয়জয়কার। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাল্লাশি চালিয়ে প্রায় ৭টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করল। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ ।

রানাঘাট পুলিশ জেলার দায়িত্ব পাওয়ার পরই নদীয়া জেলা থেকে জুয়া সাট্টা বন্ধের নির্দেশ দিয়েছিল রানাঘাট পুলিশ সুপার কুমার সানিরাজ। এবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কল্যাণী ঘোষপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় গোপনে চলছে জুয়ো সাট্টার রমরমা ব্যবসা। এরপর সাত জন ব্যক্তিকে আটক করে পুলিশ । আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয় ৩২ হাজার ৯০০ টাকা নগদ এবং সাতটি মোবাইল সহ সাট্টা খেলার একাধিক সরঞ্জাম উদ্ধার করে।

ধৃত ওই ব্যক্তিদের আটক করে কল্যাণী থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ধৃত সেই সাতজন ব্যক্তিকে আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ।

Free Access

Related Articles