রাজ্যের খবর

মানবসেবার মধ্য দিয়ে নেতাজির জন্মদিনে মানুষের পাশে থাকার শপথ

Pledge to stand by people through human service on Netaji's birthday

Truth Of Bengal: নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন উপলক্ষে হিন্দ মোটরের কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে স্থানীয় গরীব শিশুদের হোমে গিয়ে ছোট ছোট শিশু শিশুদের হাতে ফল মিষ্টি এবং নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়।

এদিন স্থানীয় দিনেন স্মৃতিভবনে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন মানুষ শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করে যান, তার আগে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মোহনবাগান এবং ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়।

স্মরজিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ব্যাপারে বলতে গিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে অশেষ চৌধুরী জানান যে, আমরা সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ ডিসকাউন্ট সহ দিয়ে থাকি শুধু আমরা ব্যবসা মধ্যে সীমাবদ্ধ থাকি না। সারাবছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের জন্মদিনে এবং উৎসব উপলক্ষে স্বাস্থ্য-শিবিরের আয়োজন করা হয়, এবং আমরা পূজো এবং উৎসবের মরশুমে বস্ত্রদানের ব্যবস্থা করি, সব মিলিয়ে শুধুমাত্র ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে যাতে সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কর্মের মধ্যে আমরা আবদ্ধ থাকি।