
The Truth Of Bengal : ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ । শিলিগুড়ি থেকে উদ্ধার দেশি পিস্তল ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকায় সন্দেহজনক এক যুবককে আটক করে পুলিশ । কোথার থেকে এবং কেন ওই অস্ত্র আনা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
গোপনসূত্রে খবর পেয়ে শালুগাড়া রেঞ্জ কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম বাপী মাহাতো।সে খোলাচাঁদ ফাঁপড়ি এলাকার বাসিন্দা।
শিলিগুড়ি থানার পুলিশ সূত্রের খবর , ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে । রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। এদিকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন ৷
Free Access