রাজ্যের খবর

মহিলাদের নিরাপত্তা নিশ্চিতে শিলিগুড়িতে সূচনা হল পিঙ্ক মোবাইল ভ্যান

Pink mobile van launched in Siliguri to ensure women's safety

Truth Of Bengal : আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিরাপত্তা আরো বেশি জোরদার করতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়া মাত্রই প্রশাসনিক আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোর আগেই শিলিগুড়িতে সূচনা হল পিঙ্ক মোবাইল ভ্যান। এদিন সবুজ পতাকা দেখিয়ে পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ অধিকারীরা।

জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইস্ট এবং ওয়েস্ট জোনে দুটি পিঙ্ক মোবাইল ভ্যান দেওয়া হল। এই ভ্যানে একজন মহিলা পুলিশ আধিকারিক সহ পাঁচজন মহিলা কনস্টেবল থাকবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনা রুখতেই এই পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল। যাতে মহিলারা নিজেকে সুরক্ষিত মনে করেন। আর এই মোবাইল ভ্যান যত দ্রুত সম্ভব যেখানে মহিলাদের দরকার পড়বে সেখানে পৌঁছে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হল নারী সুরক্ষা”।

Related Articles