উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরে আসার সময় দুর্ঘটনায় তীর্থযাত্রী বাস, আহত একাধিক
Pilgrim bus meets with accident while coming from Uttar Pradesh to Gangesagar, several injured

Truth of Bengal : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায় তীর্থযাত্রীদের বাস। ঘটনায় আহত বহু তীর্থযাত্রী । ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার রোড।
উত্তর প্রদেশ থেকে তীর্থযাত্রীদের কে নিয়ে গঙ্গাসাগর যাচ্ছিল একটি বাস। ভোররাতে ১১৭ নং জাতীয় সড়কের ডায়মন্ড হারবার থানার থানার চাঁদনগর পেট্রোল পাম্পের কাছে তীর্থযাত্রীদের বাসটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মেরে পাশে নয়ন জলিতে নেমে যায়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ডহারবারের এস ডিপিও সাকিব আহমেদ ও ডায়মন্ডহারবার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে জাতীয় সড়কে দুর্ঘটনা ছেড়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড।পুলিশি তৎপরতায় যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।