নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত ১
Pickup van loses control and hits tree, 1 dead

Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালের সামনে জাতীয় সড়কের উপর ঘটে যায় এক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা পিকআপ ভ্যানের, এই দুর্ঘটনার জেরে প্রাণ হারান ওক ব্যক্তি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মৃত যুবকের নাম রকি ওরাও। বাড়ি কিলকোট চা বাগানে। জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১ টা নাগাদ একটি খালি পিকআপ গাড়ি মঙ্গলবাড়ির দিক থেকে চালসার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সে সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের সামনে জাতীয় সড়কের পাশে থাকা একটি বড়ো কাঁঠাল গাছে ধাক্কা মারে।
গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গাড়ি চালক ও গাড়িতে থাকা আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক গাড়ি চালককে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে বলে জানা যায়।