ত্রিপল টাঙিয়ে চলছে ফিজিক্স ল্যাব! দুর্বিষহ চিত্র উত্তরপাড়ার এক বিদ্যালয়ে
Physics lab is being run on tripods! A sad picture in a school in Uttarpara

Truth of Bengal: শহর উত্তরপাড়ার বুকে উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ফিজিক্স ল্যাব চলছে ত্রিপল টাঙিয়ে। রোদে বৃষ্টিতে দারুন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকাদের। জল ঢুকে যাচ্ছে ছেড়া ত্রিপল থেকে। ফিজিক্স ল্যাব সহ মিটার ঘরের এই রকমই বেহাল দশা। যে কোন সময়তটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা।
স্কুলের পরিচলন সমিতির সভাপতি দিতী চক্রবর্তী জানান, ইতিমধ্যেই জেলা পরিষদের শিক্ষা দপ্তরে আবেদন জানানো হয়েছে ফিজিক্স ল্যাবের পাকা ছাঁদ তৈরী করতে অর্থ বরাদ্দের জন্য। তিনি আরো বলেন, “একটু সমস্যায়ের মধ্যে পড়তে হচ্ছে ছাত্রী এবং শিক্ষকাদের আশা করছি খুব দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করবে জেলা পরিষদ।”
এবিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, স্কুলের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে আবেদন করা হয়েছে। তবে স্কুলের পক্ষ থেকে সাংসদের কাছে আবেদন আগেই জানানো উচিত ছিল। তাহলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকায় দ্রুত সমস্যার সমাধান করা যেত। এর আগেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলি স্কুলকে তার সংসদ কোটার টাকা বরাদ্দ করেছেন স্কুলের উন্নয়নের জন্য। কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে দীর্ঘদিন যাবত রাজ্যকে বঞ্চনা করছে। তারপরেও রাজ্য সীমিত ক্ষমতার মধ্যে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে। তাই আশা করছি এই সমস্যার সমাধানও খুব দ্রুততার সাথে হয়ে যাবে।”