রাজ্যের খবর
Trending

কালীঘাটে ‘জনতার দরবার’, সমস্যা দূরীকরণে মমতা সহায় আমজনতার

'People's Durbar' at Kalighat, Mamata helps our people to solve problems

The Truth Of Bengal: সদ্য সমাপ্ত ২৪-র লোকসভা নির্বাচনের পর বাংলায় ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস শিবির। আর এবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালীঘাটের মিলন সংঘে শুরু হল ‘জনতার দরবার’। এই দরবারের মূল উদ্দেশ্য হল, জনগণের স্বার্থে কাজ করা। তাদের সমস্যা দূরীকরণের চেষ্টা করা। ফলে নানা প্রান্তের মানুষ আসছেন তাঁদের সমস্যা, অভাব, অভিযোগ জানাতে। আর সেসব শুনে সহযোগিতা করা হচ্ছে। এখানে প্রশাসনিক অফিসাররাও থাকছেন। যাঁরা মানুষের সমস্যা শুনে সহযোগিতা করছেন।

অপরদিকে, দলীয় কোনও সমস্যা দেখা দিলে, সেই সংক্রান্ত চিঠিপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল ভবনে। জুলাইয়ের প্রথমার্ধ থেকে ‘জনতার দরবার’ শুরু হওয়ার পর দেখা যায়, হাজারে হাজারে মানুষজন আসছেন এবং তারা উপকৃত হচ্ছেন। এই কাজের মধ্যে দিয়ে ব্যাপক আকারে জনসংযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে কথা বলতে খুব ভালবাসেন। সেটা শহরে এবং জেলায় যখনই রাস্তায় নেমেছেন তখনই মানুষের সঙ্গে কথা বলেছেন। জেনে নিয়েছেন সমস্ত তথ্য।

প্রসঙ্গত, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে হেল্পলাইন নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বাংলার মানুষজন ফোন করে নানা সমস্যার কথা জানান। উপকৃতও হয়েছেন এভাবে বহু মানুষ। সারা বছর জনসংযোগ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ–বিধায়ক–নেতা–মন্ত্রীদের মানুষের পাশে থাকার কথাই বলে থাকেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, প্রত্যেক রবিবার কালীঘাট মিলন সংঘে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই দরবার বসছে। আর সমস্যা শুনতেই উপস্থিত থাকছেন সুব্রত বক্সী, শান্তনু সেন থেকে শুরু করে আরও অনেকে।

Related Articles