রাজ্যের খবর

এ স্বাদের ভাগ হবে না! আম উৎসবে সামিল আমজনতা

People participating in mango festival

The Truth of Bengal: এ স্বাদের ভাগ হয়  না। আম খেয়ে খুশি আমজনতা। কারণ একশো  রকম আমের মেলা বসেছে হুগলিতে। হীমসাগর, ল্যাংড়া, ফজলি থেকে শুরু বিদেশী আম, কি নেই মেলায়। ‘শত আমের মেলা। ১০০ রকমের  আম। পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। চলছে বিকি কিনি। কেউ শুনেছেন আমের উৎসব চলছে। আবার কেউ ফেসবুকে দেখেছেন। এভাবেই সামিল হচ্ছেন আম উৎসবে । কোন আম নেই ! একেক আমের একেক স্বাদ। হীমসাগর, ল্যাংড়া, ফজলি থেকে শুরু বিদেশী আমও রয়েছে । রয়েছে থাইল্যান্ডের আম।

আমের উৎসবের কথা শুনে ভিড় জমাচ্ছেন হুগলি বাসি। উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরীতে শুক্রবার থেকে শুরু হয়েছে এই আমের উৎসব। বিক্রেতারা খুশি ক্রেতাদেরকে আমি খাইয়ে। সেকারণে খুশি মুখে বলছেন , শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনের দিনই প্রচুর জন সমাগম দেখে এই উৎসবের উদ্যোক্তা প্রদীপ ঘোষ জানালেন -যে হয়তো শেষ দিনে ক্রেতাদের ফিরিয়েই দিতে হবে সব আম শেষ হয়ে যাওয়ার কারণে যদিও তা শুভ লক্ষণই বটে।

তিনি আরো বলেন, আপনি এখনও আম উৎসবের আনন্দে সামিল হননি? আরে আজই আসুন! বছরে এসময় টা তেই তো আম বাঙালি প্রাণ ভরে আমের স্বাদ গ্রহণ করতে পারে! তিনি আরো বলেন শুধু রাজ্যের মধ্যে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে ও বাইরের রাজ্য থেকে হিমসাগর, মোহন ভোগ, মাদ্রাসী, আম্রপলি, রাজ ভোগ,অমৃত ভোগ ও বিভিন্ন ধরনের আম ও আমের তৈরি দ্রব্য নিয়ে হাজির এই আম উৎসবে।