রোগী অন্তপ্রাণ চিকিত্সকই এখন ভোটের ময়দানে,গরম উপেক্ষা করেই জনতার মাঝে দাঁড়িয়েজনসেবা
Patient and internist are now on the ballot

The Truth of Bengal: রোগী অন্তপ্রাণ চিকিত্সকই এখন ভোটের ময়দানে। শিবির বদল করে তৃণমূলের হয়ে লড়ছেন।চব্বিশের মহাযুদ্ধে রাণাঘাট লোকসভায় ঘাসফুল ফোটানোর পণ করছেন মুকুটমণি অধিকারী। প্রচণ্ড গরম উপেক্ষা করেই জনতার মাঝে দাঁড়িয়ে জনসেবা করে চলেছেন। রোগ সারানোর দাওয়াই বাতলে দেওয়ার পাশাপাশি ভোটে জেতানোর আবেদনও রাখছেন তিনি। অন্য আঙ্গিকে এই প্রচার নিয়েই আমাদের প্রতিবেদন।
তিনি চিকিত্সক। বারোমাস রোগ সারানোর প্রেসক্রিপশন করেন।ভোটের লড়াইতে নেমেও সেই চিকিত্সক প্রার্থী সাধারণ মানুষকে স্টেথোস্কোপ নিয়ে চেকআপ করছেন।সুস্থ হওয়ার দাওয়াইয়ের সন্ধান দিচ্ছেন।একেবারে অন্য স্টাইলে প্রচারে সাড়া ফেলছেন রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। ১৩মে ভোট।প্রতিপক্ষ বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তেঁড়েফুঁড়ে প্রচারে নেমেছেন মুকুটমণি। বিজেপিকে হারানোর জন্য তাঁর পণ বিনাযুদ্ধে দেব না এক ইঞ্চি জমি।মাটি কামড়ে লড়াইয়ে নেমে মাটির মানুষদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাঁর স্টেথোস্কোপ নিয়ে এগিয়ে যাচ্ছেন।রোগীরাও এই পরিষেবা দুয়ারে পেয়ে বেশ আপ্লুত।কেন এই অভিনব প্রচারে ?প্রচারের পাশাপাশি পরিষেবা প্রদানের ডবল স্ট্রাটেজি ডবল ইঞ্জিনের কারবারীদের প্যাঁচে ফেলছে বলে দাবি তৃণমূলের।
রোগীদের কী পরামর্শ দেবেন ? গরমের এই তীব্রতার মাঝে তাঁর টিপসও দিচ্ছেন রাণাঘাটের মানুষকে।চিকিত্সার খুঁটিনাটি যেমন তাঁর নখদর্পনে তেমনই আবার মানুষের ন্যূনতম সমস্যার সুরাহা করার কথা সহজ ভাষায় বুঝিয়ে বলছেন চিকিত্সক প্রার্থী। প্রচারের আগে বাড়িতে দেখছেন রোগীদের। সকাল হতে না হতেই ডাক্তার মুকুটমনি অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী। দূর দুরান্ত থেকে এসে ডাক্তারবাবুর কাছ থেকে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকে।রোগীরা এই মানবিক চিকিত্সকের কাজে বেশ খুশি। চিকিত্সক প্রার্থী মুকুটমণি অধিকারী পেশার স্বার্থে চিকিত্সা করার পাশাপাশি প্রচারেও সাড়া ফেলছেন।ঠাণ্ডা মাথায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে পিছনে ফেলার সবরকম প্রয়াসও নিচ্ছেন তিনি।