
Truth Of Bengal: আবারো ভয়াবহ দুর্ঘটনা নদীয়া রানাঘাটে। নির্মাণ কার্য চলার সময় হুরমুড়িয়ে ভেঙে পড়ল নির্মাণ কার্যের একাংশ। নদীয়ার রানাঘাটের আনুলিয়া বাজারে ক্লাবের উপরের অংশে একটি মার্কেটের ঢালাই হওয়ার সময় ভেঙে পড়ল। রবিবার সকালেই মার্কেটে একটি অংশ ঢালাইয়ের জন্য ভাড়া বাঁধা হয়েছিল। তারপর শুরু হয় ঢালাই। আচমকাই সেটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে। এমনই ঘটনা ঘটে দুপুর একটা নাগাদ। যদিও এই ঘটনায় চাঞ্চল্য শুরু হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সূত্রের খবর, এই বাজার সংলগ্নতেই একটি নির্মাণ কাজ চলছিল, আর সেখানে বাঁশ এবং ঢালাইয়ের তক্তা দিয়ে বাধা হচ্ছিল ভার। আচমকাই হুরমুড়িয়ে ভেঙে পড়ে গোটা অংশটি। নিচে বাজার নিয়ে বসেছিলেন বেশ কিছু ব্যবসায়ী, আর সেই অংশ ভেঙে পড়ে তাদের গায়ে।
ঘটনাস্থলে আহত হন কমপক্ষে পাঁচজন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট আনোলিয়া হাসপাতালে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা প্রত্যেকে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
এছাড়াও রানাঘাট পৌরসভার পৌর আধিকারিক সহ পঞ্চায়েতের প্রতিনিধিরাও ছুটে আসেন। যদিও সাথে সাথেই ক্রেন নিয়ে এসে শুরু হয় উদ্ধারকার্য। অন্যদিকে, আহতরা কি পরিস্থিতিতে রয়েছে তারজন্য হাসপাতালে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা। তবে একপ্রকার বলা যেতেই পারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্ট এলাকায়। পাশাপাশি আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। তবে ইতিমধ্যে শেষ হয়েছে উদ্ধার কার্য। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।