ক্যান্সারে সন্তানকে হারিয়েছেন মা-বাবা, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা
Parents lose child to cancer, Trinamool leader stands by poor family

Truth Of Bengal: মাত্র ১৮ বছর বয়সে মা বাবার কোল শূন্য করে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে হেরে যাওয়া সুজন বাগদির হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ালেন তৃণমূল নেতা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত সাবলপুর গ্ৰাম পঞ্চায়েতের সাটিতারা গ্ৰামের এই ছবি সত্যিই বেদনাদায়ক। যুবকের মৃত্যুর শেষকৃত্যের জন্য শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে অসহায় ও অভাগা এক পিতার পাশে দাঁড়ালেন বড়ঞার ব্লক তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি ও বড়ঞার দক্ষিণের কনভেনার মাহে আলম।
জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী সাটিতারা গ্ৰামের বাসিন্দা সপত বাগদির সংসার চলে কোনরকমে। সপত বাগদির ছেলে কর্ম সুত্রে ভিনরাজ্যে ছিলো। সেখানে তার জন্ডিস ধরা পরে। পরিবারের লোকজন সুজন বাগদির চিকিৎসার জন্য প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা করায়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে। চিকিৎসক তার পরিক্ষা-নিরীক্ষা করার পর সুজন বাগদির রক্তে বিরল রোগের বাসা বেঁধেছে বলে জানান চিকিৎসক। এই কথা শুনে পরিবারের মাথায় বাজ পড়ে।
চিকিৎসক সুজন বাগদিকে কোলকাতায় স্থানান্তরিত করে। সেখানে বেশ কিছু দিন চিকিৎসা করাতে গিয়ে সুজন বাগদির পরিবারের সর্বস্ব শেষ হয় যায়। বাধ্য হয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনে পরিবার। বাড়ির কাছে চলছিল চিকিৎসা। কয়েকদিন পরে ছেলে মৃত্যু হয়। একমাত্র ছেলে কে সুস্থ করে তোলার জন্য নিজের সর্বস্ব দিয়ে চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি সুজন বাগদি নামের বছর ১৮ বছরের তরতাজা এই যুবককে।
অন্যদিকে চিকিৎসার জন্য ঋণ দেনায় জড়িয়ে বর্তমানে ছেলের মৃত্যুর শেষকৃত্য করার চিন্তাই ভুগছিল অসহায় পিতা ও মাতা আর এই খবর গ্রামের নেতৃত্বদের মাধ্যমে পাওয়ার পর আজ হঠাৎ ঐ যুবকের শ্রাদ্ধের দিন বড়ঞার ব্লক তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি ও বড়ঞার দক্ষিণের কনভেনার মাহে আলমকে দেখা গেল মানবিক রূপে রীতিমত সাধ্যের বিভিন্ন সরঞ্জাম থেকে নগদ অর্থ দিয়ে অভাগা মাতা-পিতার পাশে দাঁড়ান।