পার্সেল বোমা আতঙ্ক! দেগঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে মিষ্টির বাক্সে বোমা! তদন্তে পুলিশ
Parcel bomb panic! Bomb explodes in box of sweets at TMC leader's house in Deganga Police investigating

Truth Of Bengal: দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায় একটি ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে তৃণমূল পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় পাওয়া গেল একটি মিষ্টির বাক্স। কিন্তু সেটি খুলতেই চমকে ওঠেন সকলে—বাক্সের ভেতরে ছিল দু’টি তাজা বোমা!
সকালে দরজা খুলতেই বাপ্পা মণ্ডল দেখতে পান, রঙিন কাগজে মোড়া একটি বাক্স সিঁড়ির ওপর রাখা। সন্দেহ হওয়ায় তিনি পরিবারের সদস্যদের ডাকেন। সবাই মিলে কাগজ খুলে দেখেন, ভেতরে একটি মিষ্টির বাক্স রয়েছে। কিন্তু বাক্স খুলতেই বেরিয়ে আসে দু’টি তাজা বোমা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। কে বা কারা এই ভয়ংকর বার্তা পাঠাল, কী উদ্দেশ্যে পাঠাল—তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের আশঙ্কা করছেন পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল। তাঁর কথায়, “আমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করা হয়েছে, কিন্তু এতে আমি ভয় পাব না।”
এমন ঘটনা সামনে আসতেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে স্থানীয়দের মনে। বহু বছর আগে, ২০০০-এর দশকের শুরুতে, বাংলায় দেখা গিয়েছিল ‘পার্সেল বোমা কালচার’। ডাকযোগে পার্সেল পাঠিয়ে তার মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হত। পার্সেল খুললেই হত বিস্ফোরণ। মালদহে এক স্কুল শিক্ষিকা এইভাবে প্রাণ হারিয়েছিলেন, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে বোমা পাঠিয়েছিল।
এবার দেগঙ্গার ঘটনায় সেই পুরনো স্মৃতি উসকে দিয়েছে। সাধারণ মানুষ ভীত, রাজনৈতিক মহলে তোলপাড়, আর পুলিশও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত চলছে, দোষীদের খোঁজে তৎপর প্রশাসন। বাংলায় কি আবার ফিরে আসছে ভয়ঙ্কর ‘পার্সেল বোমা কালচার’? উত্তর দেবে সময়।