রাজ্যের খবর

সীমান্তে উদ্ধার ৮ কেজির অধিক রুপোর গহনা, গ্রেফতার পাচারকারী

Over 8 kg of silver jewelry recovered at border, smuggler arrested

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর-এর হাকিমপুর সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর চেকপোস্ট দিয়ে ওই রুপোর গহনাগুলি বাংলাদেশ পাচার করার চেষ্টা করছিল বছর ৩৫ এর ঝন্টু সদ্দার নামে ওই পাচারকারী। ঠিক তখন ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের সন্দেহ হয় এবং তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে বেরিয়ে আসে আটকিলো ৫০০ গ্রাম রুপার গহনা।

যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায় পাচারকারীর বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামে। ইতিমধ্যে রুপার গহনা ও ধৃত ঝন্টু সরদার কে? তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

Related Articles