রাজ্যের খবর

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় লোকশিল্পীদের সংগঠন, দাবি ‘ন্যায়বিচার’

Organization of folk artists on the streets to protest against the RG Kar case

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : দিন যত এগোচ্ছে ততোই আন্দোলন জোরালো হচ্ছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে ধর্মতলা চলো ডাক দিয়েছেন সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের পক্ষ থেকে।

বিভিন্ন জেলা থেকে আসবেন শিল্পীরা। হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে গান্ধী মূর্তি পাদদেশে শেষ হবে। তেমনি শনিবার সকালের দিকে হাওড়া স্টেশন থেকে শিল্পীদেরকে ধর্মতলার উদ্দেশ্যে খোল করোতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে যেতে দেখা গেল। সুভাষ ক্ষেত্রপাল নামে এক শিল্পী বলেন, “এই হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই। এই প্রতিবাদের প্রয়োজন রয়েছে। মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে। এইরকম কাজ যেন আর কখনো না হয়। আমরা উপযুক্ত শাস্তি চাই।

জয় নস্কর নামে এক শিল্পী বলেন, “আরজি করে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে ভক্ত সমাজ, সাধু সমাজের এই শিল্পী সংগঠন আজ রাস্তায় নেমেছি। তার সুবিচারের দাবিতে, খোল করতাল শঙ্খ ধ্বনি ও হরিনাম করতে করতে এগিয়ে যাব। আমাদের একটাই দাবি, এই নক্কারজনক ঘটনার সুবিচার চাই”।

Related Articles