রাজ্যের খবর
Trending
ইসলামপুর হাসপাতালে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ, অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ
Order to remove illegal shops in Islampur hospital, hospital authorities in operation

The Truth Of Bengal: ইসলামপুর হাসপাতালে অবৈধ দোকান সরিয়ে নিতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতাল চত্বরে থাকা অবৈধভাবে সরিয়ে নিতে বলেন পাশাপাশি বিশেষ অভিযানে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ।তবে দোকানদাররা জানিয়েছেন তারা জায়গা খালি করে দেবেন।
এই উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন অতিরিক্ত সুপার রনজিত বিশ্বাস।
ইসলামপুর মহকুমার অতিরিক্ত সুপার রনজিত বিশ্বাস জানিয়েছেন কিছু দোকানদারকে আজকেই সরিয়ে নিতে বলা হয়েছে, পাশাপাশি জবর দখল মুক্ত করতে বলা হয়েছে । অপরদিকে কিছু দোকানদারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন এর আগেও এই উচ্ছেদ অভিযানে নামা হয়েছিল তবে তারা আবার বসেছেন।
Free Access