
Truth Of Bengal: হাসপাতালে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ এক কর্মীর বিরুদ্ধে। শুক্রবার এমনই ঘটনা ঘটে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়ায়। জানা যায়, শুক্রবার ভোর চারটে নাগাদ ওই রোগীকে প্রেসার মাপার জন্য একটি ঘরে নিয়ে যায়। এরপর সেই বাহানায় ওই রোগীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে।
এরপর ওই রোগী সাথে সাথে তার সাথে হওয়া এই ঘটনার কথা তার পরিবারের লোকজনকে জানায়। সেই সকল ঘটনা শুনে ছুটে আসে তার পরিবারের লোকজন। এরপর তারা ওই হাসপাতালে এসে প্রতিবাদ জানায়। পাশাপাশি হাড়োয়া হাসপাতালের সামনে রাস্তা আটকে অবরোধও করেন।
এরপর তারা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর সকল অভিযোগ শুনে পুলিশ ওই হাস্পাতালের কর্মীকে গ্রেফতার করে। এরপর ওই ব্যক্তিকে হাড়োয়া থানায় নিয়ে যাওয়া হয়।