রামনবমী উপলক্ষে,পুরুলিয়ায় পুলিশের বিশেষ টহলদারি
On the occasion of Ram Navami, special police patrolling in Purulia

The Truth Of Bengal : সুষ্ঠুভাবে রামনবমী পালনের জন্য তৎপর পুরুলিয়া পুলিশ। অতীতের ঘটনার পুণাবৃত্তি না হওয়ার পরিকল্পনায় পুরুলিয়া শহরে কড়া নিরাপত্তা বেষ্টনিতে পালিত হবে রামনবমী। রামনবমীর শোভাযাত্রায় ঘিরে যাতে কোন অশান্তি না ছড়ায় তার জন্য সিসিটিভির ঘেরা টোপ,ড্রোন ক্যামেরা সহ উঁচু টাওয়ার থেকে চালানো হবে নজরদারি।
রামনবমীতে অশান্তি এড়াতে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিয়ে পুরুলিয়া শহর জুড়ে চলছে রুটমার্চ। বুধবার পুরুলিয়া শহরের কেতিকা থেকে এই রুটমার্চ শুরু হয়ে জে কে কলেজ রোড, কঁসাই মহল্লা নীলকুঠিডাঙ্গা,ভগত সিংহ মোড় সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
পুলিশ সুপার জানান রামনবমীতে কারো দ্বারা কোনভাবে আইনশৃঙ্খলার অবনতি হলে তাঁকে চটজলদি চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ।