রাজ্যের খবর

দীপান্বিতা উপলক্ষ্যে রিষড়া থানার উদ্যোগে আয়োজিত হল বসে আঁকা প্রতিযোগিতা

On the occasion of Dipanbita, a drawing competition was organized by Risra police station

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: দীপান্বিতা কালিপুজো উপলক্ষ্যে সারা দেশের মানুষ আলোর উৎসবে মেতে উঠেছে। তেমনই অন্য আলোয় আলোকিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে বুধবার সকালে এলাকার কচিকাঁচার নিয়ে একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় রংতুলি প্যাস্টেল নিয়ে ১০০ জন ক্ষুদে এই আসরে হাজির ছিল। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও সমস্ত প্রতিযোগীদের সান্তনা পুরস্কার দেয়া হয়, সুন্দর এই সকালে রিষড়া পুলিশ স্টেশনের ভার প্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের ব্যবস্থাপনায় থানার সমস্ত স্তরের আধিকারিক কর্মীরা উপস্থিত ছিলেন।