শ্রাবনের শেষ সোমবারে হাওড়াতে শিব ভক্তদের তৎপরতা তুঙ্গে
On the last Monday of Shravan, the activity of Shiva devotees is at its peak in Howrah

The Truth Of Bengal,দেবাশীষ গুছাইত,হাওড়া: এই বছরের শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের আশীর্বাদ পেতে সকাল থেকেই ভক্তদের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান ও পূজা পাঠ চলছে। হাওড়ার রাম কৃষ্ণপুর গঙ্গার ঘাটে সকাল থেকেই এই দিন অনেক ভক্তদেরকে স্নান করতে দেখা গেলো।
গঙ্গায় স্নান সেরে বাঁক নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশে তারা রওনা দিচ্ছেন। তেমনই হাওড়ার শঙ্করাচার্যর মন্দিরের আনন্দ বাহিনী, ও আদিত্য বাহিনীর আর্যাম্মা সংঘটনের পক্ষ থেকে এই বিশেষ শুভ দিনে তার ১০৮ কলস জল নিয়ে গিয়ে মন্দির অভিশেক করা হবে। এছাড়াও এই বিশেষ দিনে মহাদেবের আশীর্বাদ পেতে তারা নানান ধর্মীয় শুভ কাজ করবেন ।
তাই রাম হাওড়ার কৃষ্ণপুর ঘাটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত। রাত থেকেই গঙ্গার ঘাটে স্নান করে জল ভরে অনেকেই তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আবার বহু মানুষ গঙ্গায় জোয়ার আসার জন্য অপেক্ষায় ছিলেন। সোমবার জোয়ার ভরে না এসে একটু বেলার দিকে আসাতে তারপরেই তারা স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন।