বছরের প্রথম দিন পুজো ও মেলায় মেতে উঠলেন ভক্তরা, লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশালক্ষী মন্দিরে
Vishalakshi temple

The Truth of Bengal: বছরের প্রথম দিনেই বারুইপুর পূর্ব টগোরবেরিয়া বিশালক্ষী মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিবছরই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বিশালক্ষী মন্দিরে। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে এই পূজা।
মানত করলেই হাতেনাতে ফল পায় মানতকারীরা। সকাল থেকে এই মন্দিরে ভক্তদের ঢল নামে রাত সাতটা পর্যন্ত। বিশালক্ষী মন্দিরের কমিটি প্রত্যেক ভক্তদের জন্য রেখেছে খিচুড়ি প্রসাদ, হাজার হাজার মানুষকে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়।
পহেলা জানুয়ারিতে মিলন মেলায় পরিণত হয় বিশালক্ষী মন্দির টগরবেড়িয়া। বছরের প্রথম দিন পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠেন দূর দূরান্তথেকে আসা ভক্তরা। ফাঁকা মাঠে তেলে ভাজা,মুড়ি, ঘুগনি, সহ হরেক রকম দোকান লাগে টগরবেড়িয়া বিশালক্ষী মন্দির ঘিরে জমে ওটা এই মেলা প্রাঙ্গণে। ভক্তরা বলেন, বিশালক্ষী দেবীর কাছে মানত করলে সব ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরে পূজা করলে মনে শান্তি আসে।