ছেলের জন্মদিনে বিদ্যালয়ের আগমনী অনুষ্ঠানে মাংস ভাত খাওয়ালেন শিক্ষক
On his son's birthday, the teacher fed him meat and rice at the school arrival ceremony

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : সিউড়ি মল্লিকপুর পঞ্চায়েতের এক নম্বর ব্লকের আড্ডা প্রাথমিক বিদ্যালয় আজ বিদ্যালয়ের ছুটির আগে আগমনী অনুষ্ঠান অবুষ্ঠিত হল। প্রতিবছরের মতন এবছরও এই অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা আগমনী গানের নাচ থেকে শুরু করে আবৃত্তি পাঠ ও একাধিক অনুষ্ঠান মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হয়।
এখানে ওই বিদ্যালয়েরই এক শিক্ষক রাজশেখর দে তার ছেলের জন্মদিন উপলক্ষে প্রায় ২৩০ জন ছাত্রছাত্রীকে দুপুরের মধ্যাহ্ন ভোজনে মাংস ভাত খাওয়ান। আগমনী অনুষ্ঠানের পাশাপাশি দুপুরের মিড ডে মিলে মাংস ভাত পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস জানান, প্রতি বছরই আগমনী অনুষ্ঠান করা হয়। এবছরও বাদ যায়নি।
স্কুল ছুটির আগে এই অনুষ্ঠান করা হয়। যেখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীরা আবৃত্তি আগমনী গানে নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। বিশেষ করে আজকে এই আগমনী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের ছেলের জন্মদিন উপলক্ষে বাচ্চাদের মিড ডে মিল খাবারের মাংস ভাত তুলে দেন প্রায় ১৮ কেজি মাংস তুলে দিয়েছেন সেই শিক্ষক বাচ্চাদের খাওয়ানোর জন্য। স্কুলের মেনুতে সুস্বাদু খাবার পেয়ে বেজায় খুশি ছাত্র-ছাত্রীরা।