রাজ্যের খবর

তৃণমূল কর্মীদের আর্থিক অনুদানে চালু বার্ধক্য ভাতা, প্রতিশ্রুতি রাখতে প্রক্রিয়া শুরু অভিষেকের

Old Age Allowance at Diamond Harbor

The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে শাসক দলের চমক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে চালু হল বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র। নানা কারণে যারা এতদিন বার্ধক্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন, তারা এই কেন্দ্রে এসে নিজের নাম নথিভুক্ত করলে পাবেন বার্ধক্যভাতা।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। তবে অনেক সব দলকে টেক্কা দিয়ে অনেক আগে থেকেই মানুষের কাছে যাচ্ছে রাজ্যের শাসক দল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেই জন সংযোগের কাজ করছেন দলীয় কর্মীরা। পাশাপাশি প্রশাসনিক উদ্যোগেও মানুষের পৌঁছচ্ছে নানা প্রকল্পের সহায়তা। এলাকার সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু করে দিয়েছেন সাংসদের সহায়তা কেন্দ্র। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে এলাকার মানুষজন বার্ধক্য ভাতার পরিষেবা পাবেন।

তবে এটি কোনও সরকারি ভাতা নয়। এলাকার তৃণমূল কর্মীদের আর্থিক অনুদানেই এই দলীয় প্রকল্প চলবে। প্রত্যেকে মাসে এক হাজার টাকা করে পাবেন। গত ১০ নভেম্বর ফলতার ফতেপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি কার্যকর করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কারা টাকা পাবেন, তার তালিকা তৈরিতে নেমেছে দল। প্রথম দফায় ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘সাংসদ সহায়তা কেন্দ্র’-এ এসে বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাতে পারবেন বয়স্ক আবেদনকারীরা। প্রতিটি বিধানসভা এলাকায় চলছে শিবির। মহেশতলা পুরসভার অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ড-এ শিবিরে দেখা গেল মানুষের ভিড়।

বুধবার সকাল থেকে বয়স্ক মানুষদের কাছ থেকে আবেদন নেওয়ার পাশাপাশি তালিকা তৈরি করতে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ প্রত্যেক বিধানসভার পঞ্চায়েত ও পুরসভার গ্রামে গ্রামে ও ওয়ার্ডে ওয়ার্ডে ‘সাংসদ সহায়তা কেন্দ্র’ নামে শিবির খোলা হয়েছে। এই শিবিরে নাম নথিভুক্ত করছেন বয়স্ক মানুষজন।

Free Access

Related Articles