রাজ্যের খবর

ধনিয়াখালিতে আয়োজিত হল অফ-সাইট মক ফায়ার ড্রিল লেভেল-৩

Off-site mock fire drill level-3 organized in Dhaniakhali

Truth Of Bengal: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইআরপিএল মৌড়িগ্রাম ডেলিভারি স্টেশনের পক্ষ থেকে হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত আমলা গ্রামে অফ-সাইট মক ফায়ার ড্রিল লেভেল-৩ এর আয়োজন করা হয়। হলদিয়া থেকে ভূগর্ভস্থ ক্রস কান্ট্রি পাইপ লাইনের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পন্য ও এলপিজি গ্যাস পরিবহন করে ,মার্কেটিং বিভাগের মাধ্যমে বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে পেট্রোলিয়াম ও গ্যাসজাত পণ্যের চাহিদা পূরণ করে।

দীর্ঘ এই পাইপলাইনে অনেক সময় পাইপলাইন ছিদ্র করে দুষ্কৃতীরা তেল চুরি করে। সেই সময় কোনো কারণে পাইপলাইনে আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভানো যায়,তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন সংস্থার আধিকারিকগণ। আগুন লাগলে মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন এবং এই পরিস্থিতিতে কী করণীয়, এই কর্মসূচিতে তাই দেখানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইআরপিএল মৌড়ীগ্রাম শাখার আধিকারিকগণ ও হুগলি জেলা প্রশাসনের আধিকারিকগণ।