রাজ্যের খবর

এবার ভাইরাল মহারাজের ঘটিগরম, শুনুন তাঁর গান

Now Viral Maharaj is in hot water, listen to his songs

Truth Of Bengal: নদিয়া: মহারাজের ঘটিগরম বললে এক কথায় চেনেন আট থেকে আশি সকলেই। পাড়ায়, রাস্তার মোড়ে, কখনও ভাগীরথী নদীর তীরে ঘটিগরম বিক্রি করতে করতে একা একাই গান গাইতে থাকেন এই ব্যক্তি। তাঁর গান শুনে ক্রেতারা এগিয়ে আসেন ঘটিগরম কিনতে। তবে শুধু কিনতে নয়, গান শুনতেও এগিয়ে আসেন মানুষ। এই ঘটিগরম বিক্রেতার নাম সত্যকুমার বিশ্বাস, বাড়ি নদিয়ার শান্তিপুর বিধানসভার ঘোড়ালিয়ায়।

জানা যায়, পেশায় তিনি একজন তন্তুজীবী। তবে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁতের কাজ করেন আর দুপুরের পরেই সাইকেলে করে বেরিয়ে পড়েন ঘটিগরম বিক্রি করতে। সংসারে আর্থিক অনটনের কারণে সত্যবাবু তাঁত থেকে ওঠার পর সেই তাঁতেই আবার তাঁত বুনতে বসেন স্ত্রী অনিতা বিশ্বাস। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছে পরিবারটি। সত্যবাবু বিগত ৭ বছর ধরে এভাবেই ঘটি গরম বিক্রি করতে করতে গান গেয়ে মানুষের মন জয় করে চলেছেন।

মহারাজের ঘটি গরম নামে কেন ডাকা হয়? এই প্রশ্নের উত্তরে সত্যবাবু বলেন, ‘ঘটিগরম খেতে খুব সুস্বাদু। এই খাবার আগে রাজা-মহারাজারা খেতেন। সেই থেকেই নামকরণ হয় মহারাজের ঘটি গরম।’ এক প্রকার বলা যেতেই পারে, গানের ছন্দে সত্যবাবুর ঘটিগরম এখন যথেষ্টই জনপ্রিয়।

Related Articles