রাজ্যের খবর

পুলিশের জালে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার দুই রাউন্ড গুলি

Notorious criminal arrested in police net, two rounds of ammunition recovered along with firearm

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: নদীয়ার রানাঘাট আদালতের এক আইনজীবীকে খুনের উদ্যেশে অস্ত্র মজুত করে পুলিশের হাতে গ্রেফতার বগুলার কুখ্যাত দুষ্কৃতী আশীষ মন্ডল। পুলিশ সূত্রের খবর, হাসখালি থানা এলাকার বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী ২০১৫ সালে রানাঘাট আদালতের এক আইনজীবীর সাথে তার স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীকে গুলি করে খুন করে। সেই মামলায় গ্রেফতারও হয়েছিল আশীষ। অভিযোগ এর পর জামিনে মুক্ত হওয়ার পর থেকেই রানাঘাট আদালতের সেই আইনজীবীর সাথে বিবাদ চলছিল আশীষের। অভিযোগ, কয়েক মাস আগে সেই আইনজীবীও আশীষ কে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়।

এবার সেই আইনজীবীকে খুনের চক্রান্ত করার অভিযোগে গ্রেফতার হলো আশীষ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বগুলা আশ্রম পাড়া থেকে আশীষ কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ এর প্রাথমিক অনুমান রানাঘাট আদালতের সেই আইনজীবীকে খুনের উদ্যেশেই অস্ত্র মজুত করেছিল আশীষ। বুধবার হাসখালি পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে। বুধবার এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার একটি সাংবাদিক বৈঠক করে সমস্ত ঘটনার বিবরণ করেন।

Related Articles