রাজ্যের খবর

ডাক্তার নয়, উদ্যোগপতি! রাহুলের ভিন্ন পথের সাফল্যগাঁথা

Not a doctor, but an entrepreneur! Rahul's success story of a different path

Truth of Bengal: রেবাতি মালী: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে দশম স্থান অধিকার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ছাত্র রাহুল রিকতিয়াজ। ৬৮৫ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে সে। রাহুলের এই অসামান্য সাফল্যে তার পরিবার খুশি হলেও সে নিজে সম্পূর্ণ সন্তুষ্ট নয়। তার আশা ছিল আরও ভালো ফল করার।

জয়নগর মজিলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে পরিবারের সঙ্গে বসবাস করে রাহুল। সে মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের ছাত্র। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো রাহুল ক্লাসের প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত। মাধ্যমিকে তার এমন ফলাফল পরিবারের সকলের মুখে হাসি ফোটালেও, রাহুল তার নিজের লক্ষ্যে অবিচল। ভবিষ্যতে সে ডাক্তার নয়, হতে চায় একজন সফল উদ্যোগপতি।

রাহুলের মা চান তার ছেলে ডাক্তার হোক। কিন্তু রাহুল সোজাসাপ্টা জানিয়ে দেয়, ব্যবসা এবং সৃজনশীল উদ্যোগের দিকেই তার ঝোঁক বেশি। দেশের বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা তাকে ভাবিয়ে তুলেছে। শান্তিপ্রিয় ছাত্র রাহুল জানায়, “যারা সমাজে বিভ্রান্তি ছড়ায়, তারা মানবতার শত্রু। আমাদের শান্তি ও সহনশীলতাই হওয়া উচিত একমাত্র পথ।”

শুধু তাই নয়, রাহুল শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সংকট নিয়েও সচেতন। শিক্ষকের সংখ্যা হ্রাস, নিয়োগে দেরি, এবং গুণগত শিক্ষা নিয়ে তার বক্তব্য, “শিক্ষক সমাজের সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে।”

রাহুলের এমন চিন্তাভাবনা ও অগ্রসর মানসিকতা তার বয়সের তুলনায় অনেক পরিণত। নিজের লক্ষ্যপথে অটুট থেকে সমাজ ও দেশের উন্নতিতে অবদান রাখার স্বপ্ন দেখে সে।

Related Articles