রাজ্যের খবর

পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে বোমা বাজি, জখম তিন

North Dinajpur Bomb blast

The Truth of Bengal: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে বোমা বাজি, জখম তিন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার রাহাদিগছ এলাকায়।

স্হানীয় সূত্রে জানা গিয়েছে শেখ মজিবুর রহমান ও তার ভাই হামিদুল রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার এই দুই পরিবার কে নিয়ে একটি শালিসিসভা হয়। এরপর পুলিশ এসে দুই পরিবারের সমস্যা মিটমাট ও করে দেয় বলে দাবি স্হানীয়দের।

সালিশিসভা শেষে হঠাৎ দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে বোমাবাজি ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বেশ কয়েকটি বোমা উদ্ধার করে চোপড়া থানার পুলিশ। তবে কারা এই বোমাবাজি করল তা এখনও পরিষ্কার নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles