রাজ্যের খবর

উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

North Barrackpore Municipality Vice Chairman's mysterious death, hanging body recovered

Truth Of Bengal: উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। প্রায় দেড়দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে তাঁর ভাড়াবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই অপ্রত্যাশিত ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এটি আত্মহত্যা নাকি কোনও পরিকল্পিত হত্যাকাণ্ড?

শুক্রবার ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হলেও তাঁর কোনও হদিস পাওয়া যায়নি। শনিবার সকালে ভাড়াবাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাঁদের দাবি, সত্যজিৎবাবু কী কারণে এমন ঘটনা ঘটালেন বা এটি আদৌ আত্মহত্যা কিনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। পারিবারিক সমস্যার সম্ভাবনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি রাজনৈতিক ষড়যন্ত্রের দিকেও নজর দেওয়া হচ্ছে।

আনন্দমঠ এলাকার জনপ্রিয় কাউন্সিলর হিসেবে পরিচিত ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন, তাঁর জীবনযাত্রায় এমন কোনও সংকেত দেখা যায়নি যা এই মর্মান্তিক ঘটনার ইঙ্গিত দিতে পারে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, তাঁর রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত সম্পর্কও তদন্তের আওতায় রাখা হয়েছে।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তর বারাকপুরের রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সত্যজিৎবাবুর মৃত্যু ঘিরে বিভিন্ন জল্পনা এখন উত্তর বারাকপুরবাসীর প্রধান আলোচনার বিষয়।