রাজ্যের খবর

জেলাশাসক অফিস ঘেরাও কর্মসূচি থেকে গ্রেফতার নিশীথ প্রামাণিক

Nishith Pramanik was arrested in the district magistrate's office siege program

Truth Of Bengal: কলকাতার আরিজ কর হাসপাতালে মহিলা চিকিৎসেকর নৃশংসভাবে ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপি নেতৃত্ব প্রতিটি জেলায় জেলাশাসক অফিস ঘেরাও অভিযান কর্মসূচির আয়োজন করে। সেই অভিযান থেকেই পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

জেলাশাসক দফতর ঘেরাও কর্মসূচিকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সাগরদিঘি। দুপুর ২টো নাগাদ বিজেপির কর্মী সর্থকরা মিছিল নিয়ে এগোচ্ছিল। যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, কোচবিহারের জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, মালতী রাভা প্রমুখের মতো নেতারা। জেলাশাসকের দফতরের দিকে এগোতেই কিছুটা দূরেই মিছিল আটকে দে পুলিশ।

বাধা পেয়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। জেলাশাসকের অফিস থেকে ঢিলছোঁড়া দূরত্বে পুলিশ সুপারের অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ১৫ জন পুরুষ ও ৭ জন মহিলা সহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles