রাজ্যের খবর

জুতোর ব্যাগ খুলতেই সদ্যজাতর মৃতদেহ

Newborn body found after opening shoe bag

Truth Of Bengal: বাক্সবন্দী মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কৃষি বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ।

তারা আসার পর ওই সদ্যজাত শিশুর মৃতদেহ নিয়ে যাওয়া হয় ইসলামপুর পুলিশ মর্গে। তবে ওই সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, স্থানীয় বাসিন্দা সুকুমার রায় বলেন এলাকার একটি মেয়ে নতুন জুতোর ব্যাগ মনে করে ব্যাগটিকে বাড়ি নিয়ে যায়। কিন্তু এরপর ব্যাগ খুলতেই একটি সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায়।

এরপর বাড়ি থেকে কিছুটা দূরেই ওই শিশুর দেহ ফেলে দিয়ে যায় ওই বাড়ির সদস্যারা। এই ঘটনায় খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। এরপর ওই শিশুটির মৃতদেহটিকে পুলিশ এসে নিয়ে যায় ইসলামপুর পুলিশ মর্গে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরসভা এলাকায় এসব ঘটনা ঘটতে দেখা যায়নি। তবে ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক চাঞ্চল্য ছড়ায়। এবং স্থানীয় বাসিন্দারা পুলিশকে বলেন আসল দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

Related Articles