রাজ্যের খবর

শান্তিনিকেতনকে সুন্দর রাখতে নয়া পদক্ষেপ রাজ্যের, বিশেষ কমিটি গঠন জেলা প্রশাসনের

New steps of the state to keep Santiniketan beautiful

The Truth of Bengal: ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরে শান্তিনিকেতনের সুন্দরতা ধরে রাখার দায়িত্ব বিশ্বভারতীর পাশাপাশি জেলা প্রশাসনের। ৮ সদস‌্যর বিশেষ কমিটিও গড়েছে জেলা প্রশাসন শান্তিনিকেতনকে সুন্দর রাখতে। শুক্রবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কক্ষে স্বীকৃতির পরিসর, বিধি-নিষেধ, সীমাবদ্ধতা, বাফার জোন এবং কোর এরিয়া নিয়ে জেলাশাসকের নির্দেশে রুদ্ধদ্বার বৈঠক হয়। এই বৈঠকে বিশ্বভারতী, বোলপুর পুরসভা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, পূর্ত বিভাগ, শান্তিনিকেতন ট্রাস্ট, টোটো ইউনিয়ন-সহ প্রবীণ আশ্রমিক ও প্রাক্তনীরা অংশগ্রহনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, জেলা প্রশাসন ৮ জনের কমিটি গড়ে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। ঐতিহ্য ক্ষেত্র হিসাবে এলাকায় রয়েছে আশ্রম চত্বর, পাঠভবন, কলাভবন, সংগীতভবন, রবীন্দ্রনাথের বাসভবন উত্তরায়ণের মধ্যে রয়েছে উদয়ন, উদীচী, শ্যামলী, পুনশ্চ, কোনার্ক –পাঁচটি বাড়ি এর পাশাপাশি ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় রয়েছে উপাসনা গৃহ ও ছাতিমতলা। স্থানীয় বাসিন্দাদেরও দায়বদ্ধতা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।

প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে সাঁতারপুকুর এলাকায় এবং রতনপল্লি নিমতলায় দুটি জায়গায় পার্কিং জোন করা হবে। এছাড়াও জোর দেওয়া হয়েছে টোটো নিয়ন্ত্রণ, যানজট সমস্যার সমাধান, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর। তবে ৬ তারিখ পরিদর্শন করবে বিশেষ কমিটি। পূর্তদপ্তর, পুরসভা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। নতুন করে ড্রপ গেটেরও ব্যবস্থা হবে। এখন শান্তিনিকেতনের বাসিন্দা থেকে পড়ুয়া প্রাক্তনীদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে।

Related Articles