রাজ্যের খবর

দিঘা জগন্নাথ মন্দিরে হবে নতুন পুলিশ ফাঁড়ি, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

New police outpost to be built at Digha Jagannath Temple, decision taken in cabinet meeting

Truth Of Bengal: দিঘার জগন্নাথ মন্দিরের জন্য পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে নানান অনুষ্ঠান। মন্দির গড়ে তোলার কাজ প্রায় সম্পন্ন।

দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে পর্যটনের নয়া দিশা তৈরি হবে বাংলায়। রাজ্য প্রশাসন মনে করছে দিঘার পর্যটক আরও বাড়বে জগন্নাথ মন্দির চালু হয়ে গেল। যারা পুরীতে যান তাদের একটা অংশ দিঘায় ভিড় জমাবেন। এই কারণে দীঘার নিরাপত্তাকে আরো ঢেলে সাজানো সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য প্রশাসন। নতুন করে পুলিশ ফাঁড়ির স্থাপনের প্রয়োজন মনে করেছে রাজ্য। নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করার সিদ্ধান্তে সবুজ সংকেত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক।

দিঘার জগন্নাথ মন্দির হয়ে উঠবে রাজ্যের মুকুটে নয়াপালক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মন্দির গড়ে উঠছে। রাজ্যের পর্যটন শিলকরেছিলেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা বাস্তবায়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। স্বপ্ন পূরণ হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা।

Related Articles