রাজ্যের খবর

শুটআউট হুগলিতে! মা-ছেলেকে গুলি প্রতিবেশী প্রৌঢ়র, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

Neighbor shot at due to unrest, accused arrested, watch sensational video

Truth Of Bengal: বাড়ির পাশে আবর্জনা ফেলা নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হয় চুঁচুড়া। এই অশান্তির জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় প্রৌঢ় সুনীল দেবনাথ, এমনই অভিযোগ উঠেছে পৌঢ়-র বিরুদ্ধে। দো-নলা বন্দুকের গুলিতে জখম হয় সুরজিৎ বসু ও শুভদ্রা বসু দুজনেই। আহতরা সম্পর্কে মা-ছেলে।

বর্তমানে আহতরা ভর্তি রয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকায়। পুলিশ সুনীলকে বন্দুক সহ আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, সুনীল নিরাপত্তা কর্মীর কাজ করতেন। সেই সুবাদেই তার কাছে বন্দুক ছিল।

Related Articles