নদিয়ায় উদ্ধার প্রায় ৫৭ কেজি শব্দবাজি, পুলিশের জালে ১
Nearly 57 kg of fireworks recovered in Nadia, 1 arrested by police

Truth Of Bengal: ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার রানাঘাট জেলার পুলিশ আধিকারিকরা। গত ৮ ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের প্রাণ গিয়েছে। নিয়ম উড়়িয়ে রমরমিয়ে নিষিদ্ধ শব্দবাজির কারবারের অভিযোগও সামনে এসেছে। প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবুও বেআইনি শব্দবাজির দৌরাত্ম্য কমছেনা।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নদিয়ার কল্যানী থানা এবং রানাঘাট থানা গাংনাপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। সেখানেই কল্যাণী থানার চর কাঁচরাপাড়া এলাকা থেকে ভবেশ রায় নামে এক ব্যক্তির খোঁজ পায়। আনুমানিক চল্লিশ কেজি অবৈধ শব্দবাজি সহ ভবেশ রায়কে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ।
অপরদিকে রানাঘাট থানার প্রীতি নগর ১ নম্বর রোড এলাকার তারক দাস নামে এক ব্যক্তির দোকান থেকে আনুমানিক সাড়ে সাত কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। শুধু তাই নয়, নদিয়ার গাংনাপুর থানা এলাকায়ও বিশেষ অভিযান চালানো হয় অবৈধ শব্দবাজির বিরুদ্ধে। গাংনাপুর থানার অনন্তপুর প্রাইমারি স্কুল এলাকা থেকে ৭ কেজি অবৈধ শব্দবাজি সহ প্রকাশ কুন্ড নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গাংনাপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
অবৈধ শব্দবাজির বিরুদ্ধে তাদের এইরকম আরও অভিযান আরও চলবে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার উচ্চতর পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, নদিয়ার কল্যানীর একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, এরপর কল্যাণী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ঠিক একই ভাবে সোমবার রাতেও তিনটি থানার পৃথক এলাকায় একই অভিযান চালানো হয় পুলিশের তরফে।