রাজ্যের খবর
Trending

১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ, গ্রেফতার নওশাদ সিদ্দিকী

Naushad Siddiqui arrested

The Truth Of Bengal : মঙ্গলবার সকালে সোয়া ৯ টা নাগাদ সাইন্স সিটির কাছে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। নিজের সন্দেশখালি যাওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়ে ছিলেন আইএসএস বিধায়ক। মঙ্গলবার সকালে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ। এরপরই সাইন্স সিটির কাছে পৌঁছতেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি নওশাদকে গ্রেফতার করা হয়েছে তার কারণ তিনি ১৪৪ ধারা লঙ্ঘন করেছেন। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সেই মুহূর্তে আইএসএফ বিধায়ক বছর হয়ে জড়িয়ে পড়েন। নওশাদের পাল্টা দাবি তিনি কোন ১৪৪ ধারা লঙ্ঘন করেননি এমনকি কোথাও জোর করে প্রবেশ করার চেষ্টা করেননি। পুলিশের কোনরকম ব্যারিকেডও ভাঙার চেষ্টা হয়নি। বলতো নওশাদের প্রশ্ন কি কারনে তাকে গ্রেফতার করা হচ্ছে?

নওশাদ আরো দাবি করছেন মঙ্গলবার সকালে যেমন তার সন্দেশখালি যাওয়ার কথা ছিল ঠিক পাশাপাশি বাসন্তী যাওয়ার পরিকল্পনাও ছিল তার। কিন্তু সাইন্সেটির কাছে পৌঁছানোর পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের তরফ থেকে পড়ে নাও সৎ কে জানানো হয় তিনি সন্দেশখালি গেলে যে কোন রকম সমস্যা হতে পারে। তার পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে তাকে। নওশাদ স্পষ্ট বলেন, “পুলিশ চাটুকারিতা করছে। এখানে ১৪৪ ধারা নেই, আমি কোন ব্যারিকেডও ভাঙ্গিনি। তা সত্ত্বেও আমাকে বিনা কারণে গ্রেফতার করা হলো”।

 

FREE ACCESS

Related Articles