ন্যাশনাল স্পেস ডে পালিত হল নদীয়ার প্রাথমিক বিদ্যালয়ে
National Space Day was celebrated at Nadia Primary School

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান-৩ এর সফল অবতরণের এক বৎসর পূর্তি উপলক্ষে নদীয়ার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজের হাতের তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র, মডেল প্রদর্শনী করা হয়। কোন কোন ছাত্র ছাত্রী চন্দ্রযান-৩ মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে।
এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়। এদিন বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্পেস ডে সংক্রান্ত সৌরজগতের ভিডিও ও চন্দ্রযান-৩ এর সম্পর্কিত ভিডিও দেখানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন আজ ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি। ঠিক এক বছর আগে আজকের এই দিনেই পৃথিবীর মধ্যে প্রথম আমাদের দেশ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ করতে সামর্থ্য হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করার জন্য আজ বিদ্যালয়ে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে স্পেস ডে পালন করা হয়।