প্রবীণদের সাহায্যে জাতীয় পরিবার সহায়তা প্রকল্প, সুরক্ষার আওতায় অসহায় মহিলারা
National Family Assistance Scheme

The Truth of Bengal: লক্ষ্নীর ভান্ডারের মতোই মহিলাদের সুরক্ষা দিচ্ছে জাতীয় পরিবার সহায়তা প্রকল্প। এবার নদিয়ার শান্তিপুরের ২৪জন অসহায় মহিলা পেলেন ৪০হাজার টাকা করে অনুদান। দারিদ্র সীমার নীচে থাকা মহিলারা এই সাহায্য পেয়ে জীবনের লড়াইতে বাড়তি শক্তি পেল বলে জানিয়েছে।
নারীদের ক্ষমতায়ন ও শক্তি প্রদানের জন্য বাংলার সরকার লক্ষ্নীর ভাণ্ডার চালু করেছে।সেই প্রকল্পের মাধ্যমে মহিলারা নগদ সাহায্য পেয়ে সংসার থেকে সমাজ সবার সহায় সম্বল হয়ে উঠেছে।আরও ১৩লক্ষ মহিলাকে লক্ষ্নীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হচ্ছে। এরমাঝে প্রবীণ মহিলাদের পেনশন থেকে সহায়তা সবই দেওয়া হচ্ছে। তারমাঝে অসহায় বয়স্ক মহিলাদের জন্য চালু রয়েছে রাজ্যসরকারের জাতীয় পরিবার সহায়তা প্রকল্প। যার সুবিধা পাচ্ছে অসংখ্য মহিলা। শান্তিপুরের ২৪ জন অসহায় মহিলাকে দেওয়া হয়েছে, ৪০ হাজার টাকা করে চেক। চেক প্রদান করেন পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।
তাঁরা প্রত্যেকেই বিপিএল তালিকাভুক্ত। এই প্রকল্পের আওতায় এককালীনই টাকা দেওয়া হয়। আগামীতে এই মহিলারা যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে তাঁদের নাম নথিভুক্ত হবে,তাঁরা মাসে মাসে পাবেন বিধবা ভাতা।প্রাপক মহিলারা জানাচ্ছেন, এমনিতে তাদের খুবই দুরবস্থার মধ্যে দিয়ে চলে। এখন রাজ্যের সাহায্য পেয়ে পরিবারের স্বচ্ছলতা ফিরতে পারে। এবার বাজেটে ঘোষণা করা হয়েছে,বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ, বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে সুবিধা পাবেন আরও ৮৫ হাজার। ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন প্রাপকরা টাকা পাচ্ছেন।