শিক্ষার শিখরে নরেন্দ্রপুর! যমজ ভাই সহ চার ছাত্র রাজ্য সেরা
Narendrapur at the peak of education! Four students including twin brothers are the best in the state

Truth of Bengal: রেবাতি মালি ,দক্ষিণ ২৪ পরগনা: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বইছে খুশির হাওয়া। এই শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন ছাত্র রাজ্যস্তরের মেধাতালিকায় স্থান পেয়েছে। তাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে যমজ দুই ভাই অনীক বাড়ুই ও অনীশ বাড়ুই, যারা যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীক ও অনীশ উভয়েই পেয়েছে ৪৮৯ নম্বর। এদের বাড়ি বাঁকুড়া জেলায় হলেও তারা নরেন্দ্রপুর মিশনের আবাসিক ছাত্র। উল্লেখযোগ্যভাবে, এই যমজ দুই ভাই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্য মেধাতালিকায় যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল।
এছাড়াও, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আরও দুই ছাত্র—অদ্রিচ গুপ্তা ও রফিক রানা লস্কর—অত্যন্ত প্রশংসনীয় ফলাফল করেছে। তারা দুজনেই পেয়েছে ৪৯০ নম্বর এবং যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে। এদের ক্ষেত্রেও ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়ার রেকর্ড রয়েছে।
এই অসাধারণ সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আচার্যবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের মহারাজগণ। মহারাজ ইস্টেশনন্দ জি মহারাজ বলেন, “গত বছর মাধ্যমিকে আমাদের দুই ছাত্র মেধাতালিকায় স্থান করেছিল, আর এবার উচ্চমাধ্যমিকে চারজন ছাত্র মেধাতালিকায় রয়েছে—এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
বিদ্যালয়ের পক্ষ থেকে এই চারজন মেধাবী ছাত্রকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শুধু মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্ররাই নয়, এবছরের সমস্ত উত্তীর্ণ ছাত্রদের প্রতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়েছে। এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শুধু শিক্ষাগত দিক থেকেই নয়, চরিত্র গঠনের ক্ষেত্রেও ছাত্রদের উন্নতির দিশা দেখিয়ে চলেছে।