রাজ্যের খবর

নানুর থানা পুলিশের অভিযান, অস্ত্র-সহ গ্রেফতার ১

Nanur police raid, arrest 1 with weapons

The Truth Of Bengal : নানুরের বেলুটি মোড় থেকে গ্রেফতার করা হল এক অস্ত্র ব্যবসায়ীকে । ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে নানুর থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম আকাল মোল্লা । তার বাড়ি নানুরের বেলুটি গ্রামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।

উল্লেখ্য , বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে অস্ত্র পাচারের ঘটনা । এই অপরাধ রুখতেই বিশেষ অভিযান চালায় নানুর থানার পুলিশ । বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর পর বিশেষ সূত্রে পুলিশের কাছে খবর আসে, নানুর থানার অন্তর্গত গোপিডিহি থেকে নাতুনগ্রাম যাওয়ার রাস্তার ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে অবৈধ অস্ত্র । সেই সূত্র ধরেই ওই অঞ্চলে বিশেষ অভিযান চালায় নানুর থানার পুলিশ ।

রাজনৈতিক সংঘর্ষের জন্য বিভিন্ন সময় সংবাদ শিরোনামে উঠে এসেছে নানুরের নাম। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে কী কারণে মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। কোথা থেকেই বা আনা হয়েছিল? তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Free Access

Related Articles