রাজ্যের খবর

তালিকা থেকে বাদ পড়ল ৭ লক্ষ ভোটারের নাম

Names of 7 lakh voters were left out of the list

Truth Of Bengal: রাজ্যের সংশোধিত ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। গত বছরের মতো এই বছরও মহিলা ভোটারের সংখ্যা বাড়ল গোটা রাজ্যে। এবার রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৩.৯৬,১৬৫ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮৭,৯৩,৭৪৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৬,০০,৬১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮১১ জন। এই বছর ভোটারের সংখ্যা বেড়েছে ১০,৭৮,১১৯ জন। এবং মৃত্যু ছাড়াও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৬.৯৬,৬৭০ জনের। পাশাপাশি সার্ভিস ভোটারের সংখ্যা ১,১০,৩০৬জন।

সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে, এবার রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে ৩,৮১,৪৪৯ জন। যার মধ্যে পুরষ ভোটার বেড়েছে ১,৭৯,৭৪০ জন। মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ২. ০১,৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ২৫ জন। প্রকাশিত এই ভোটার তালিকার মধ্যে মৃত ভোটারের সংখ্যা হল ৪,০০,৯০২ জন। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন অর্থাৎ অন্য জায়গার ভোটার তালিকায় নাম উঠেছে ২,৮৬,৬৩৮ জনের। ভুল সংশোধন করেছেন ৯,১৩০ জন।

এবছর ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা বেড়েছে ০.৭৮ শতাংশ যার মোট সংখ্যা ৫.৯৫,৮৯১ জন। নির্বাচন কমিশন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে দিনরাত এক করে নিখুঁত ভোটার তালিকা বানানোর অ এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যার ফল স্বরূপ সোমবার এই ভোটার তালিকা প্রকাশ করতে সক্ষম হয়েছে রাজ্যের মুখ্য-নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন জানিয়ে, এখন বছরে মোট চারবার ভোটার তালিকায় নাম তোলার কাজ থেকে শুরু করে সংশোধনের কাজ চলবে।

সোমবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ১৬ হাজার ৬৭০ জনের নাম। পাশাপাশি, ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছে। এই তালিকা ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

নতুন তালিকা থেকে বাদ যাওয়া প্রায় সাত লক্ষ নামের বেশিরভাগই নিষ্ক্রিয় ভোটার। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় চার লক্ষ ভোটারের মৃত্যু হওয়ায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া, প্রায় তিন লক্ষ মানুষ যাঁরা অন্য রাজ্যে চলে গিয়েছেন, তাঁদের নামও। বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১ হাজার ১৩০ জনের নাম তালিকায় দ্বৈতভাবে ছিল বলে সেগুলি বাদ দেওয়া হয়েছে।

Related Articles