তৃণমূল কর্মী খুনের ঘটনায় অগ্নিগর্ভ নৈহাটি, অর্জুন সিংয়ের কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাংচুর
Naihati on fire after Trinamool worker's murder, Arjun Singh's office set on fire, vandalized

Truth of Bengal: তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল নৈহাটি। ইট দিয়ে থেঁতলে ও গুলি চালিয়ে হত্যার পর সন্ধ্যার পর থেকেই গৌরীপুর সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার দুপুরে টোটো করে যাওয়ার সময় দুষ্কৃতীরা সন্তোষ যাদবের পথরোধ করে। প্রথমে ইট দিয়ে আঘাত করা হয়, তারপর গুলি চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। তৃণমূল এই হত্যার জন্য বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করেছে, তবে অর্জুনের দাবি, এটি এলাকা দখল নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষের ফল।
সন্ধ্যা নামতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গৌরীপুর জুটমিল লাইনে বিজেপি কর্মী কানাই সাউয়ের বাড়ি ভাঙচুর হয়, বিজেপি সমর্থক বিকাশ কুমার সিংয়ের অনুষ্ঠান বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একইসঙ্গে অর্জুন সিংয়ের ‘সিং ভবন’ কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো পুরোপুরি শান্তি ফেরেনি। এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।