রাজ্যের খবর

লক্ষ্মী আরাধনায় নাড়ুর চাহিদা তুঙ্গে পুজোর নাড়ু বানিয়ে আয়ের দিশা

Lakshmi pujo 2023

The Truth of Bengla: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। একটা পার্বণ শেষ হলেই এসে যায় অন্য পার্বণ। সবে শেষ হল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। শনিবার ঘরে ঘরে পূজিত হবেন লক্ষ্মীদেবী। এখন সেই প্রস্তুতিতে ব্যস্ত বাঙালি। বিভিন্ন নাড়ু এই পুজোয় অন্যতম উপকরণ। তবে এখন আর ঘরে নাড়ু তৈরি হয় না। মা-ঠাকুমাদের হাতের তৈরি বিভিন্ন ধরণের নাড়ু বানানোর গন্ধ আর পাওয়া যায় না। হেশেল ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন দোকানে। দোকান থেকে কিনেই কাজ চালিয়ে নিচ্ছে আম বাঙালি।

এখন অনেক পরিবার এই নাড়ু তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ঘরে বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করে স্বনির্ভর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শান্তি কলোনির সাহা পরিবার। পরিবারের কর্তা বিশ্বনাথ সাহা জানান, গত পাঁচ বছর ধরে চিড়ে, মুড়ি, নারকেল, তিল, চালভাজা সহ বিভিন্ন নাড়ু বানাচ্ছেন পরিবারের সকলে মিলে। তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে যেমন বিক্রি হয়, তেমনই পাশের জেলার পাইকাররাও এসে নিয়ে যান।

দুর্গাপুজো শেষ হতেই নাওয়া খাওয়া ভুলে পরিবারের সকলে মিলে লেগে পড়েন নাড়ু তৈরিতে।বাংলাইর সব পুজোয় মধ্যমণি বিভিন্ন ধরনের নাড়ু। এখন পুজোর মরসুমে তাই নাড়ুর চাহিদা তুঙ্গে। কালিয়াগ্নজের সাহা পরিবার বাজার থেকে সব উপকরণ কিনে বাড়িতেই নাড়ু তৈরি করে। নাড়ু তৈরিই এখন পেশা হয়ে গিয়েছে ওই পরিবারটির।

Free Access