জলঙ্গির পাড়ে মনোমুগ্ধকর দুর্গা আশ্রম! গ্রাম্য পরিবেশের টানে বাড়ছে ভিড়
Nadia Durga Ashram

The Truth of Bengal: এক সুন্দর গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে দুর্গা আশ্রম। নদিয়ার ধুবুলিয়ার চৌগাছা হাঁসাডাঙা এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে সবুজের মাঝে গড়ে ওঠা মা দুর্গা আশ্রমের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় বাড়ছে। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন মন্দির প্রাঙ্গণে। দুর্গা মন্দিরটি গড়ে উঠেছে জলঙ্গি নদীর একটি সুবিশাল বিলের পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি মন্দির চত্বরে রয়েছে বাহারি ফুলের বাগান। ছোট বড় গাছগাছালি দিয়ে সাজানো দুর্গা আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিকতা নজর কাড়ছে।
শরতের আগমন জানান দিয়ে যায় বিল সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা ফুরফুরে সাদা মেঘের মতো কাশফুলের বাহার। যা মন্দিরের পরিবেশকে আরও দৃষ্টিনন্দন করে তুলছে। মন্দির প্রাঙ্গনে সারা বছরই মা দুর্গার আরাধনা হয়। তবে দুর্গোৎসবের ক’দিন দেবী দুর্গার মূর্তি মন্দিরের বাইরে নিয়ে এসে পুজো করেন ভক্তবৃন্দরা। চলতি বছরে দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ থাকছে। বেনারস থেকে ১০ সদস্যের একটি সন্ন্যাসী দল আসবে।
মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জলঙ্গি নদীর বিলে সন্ধ্যারতি করবেন তাঁরা। এবারের পুজোয় এই সন্ধ্যারতি এই দুর্গা আশ্রমের পুজোয় বাড়তি মাত্রা যোগ করবে। যা নিয়ে এখন থেকে উৎসাহী এলাকার মানুষ। ধুবুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এই দুর্গা আশ্রমের মনোমুগ্ধকর পরিবেশে দেখার মতো। এখন সারা বছর এখানে ভিড় লেগে থাকে। তবে পুজোর সময় এখানে বাড়তি ভিড় লক্ষ্য করা যায়।
Free Access