রাজ্যের খবর

পুর-পরিষেবার মাণোন্নয়নে জোর, নবান্নে পুর চেয়ারম্যানদের তলব মুখ্যমন্ত্রীর

Nabanna municipal chairmen summoned by the chief minister

The Truth of Bengal : রাজ্যে সবকটি পুরসভার পরিষেবা প্রদানে এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বিশেষ করে জল সরবরাহ,নিকাশী,রাস্তাঘাট সহ ন্যূনতম পরিষেবা আরও উন্নত করে নাগরিকদের  স্বস্তি দেওয়াই লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই লক্ষ্যে সোমবার নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ঝালদা,তাহেরপুর বাদে সব পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়েছে।বর্ষার আগে রাস্তাঘাট সহ নানা বিষয়ে পর্যালোচনা করবেন প্রশাসনিক প্রধান। জন-পরিষেবায় মুখ্যমন্ত্রী যে গাফিলতি বরদাস্ত করবেন না সেকথা বারবার বুঝিয়ে দিয়েছেন। বলা যায়,রাজ্যের অধিকাংশ পুরসভাই তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, লোকসভা নির্বাচনে কলকাতা সহ বেশকিছু পুরসভায় তৃণমূল কংগ্রেসের ফল সেভাবে ভালো হয়েছে। এমনকি কলকাতার ৪৪টি ওয়ার্ড বাদ দিয়ে অধিকাংশ ওয়ার্ডে খারাপ ফল হয়েছে তৃণমূলের।লোকসভার নিরিখে এই ফল বিচার করলে সবসময় ঠিক হয় না।

তবে ওয়ার্ডগুলোর হাল হকিকত কি রয়েছে তা রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস মনে করে,উন্নয়নের মাধ্যমেই তাঁরা রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারবে। এই অবস্থায় পুর-পরিষেবার মাণ নিয়ে কোথাও কোনও অসন্তোষ পুরবাসীর মধ্যে দানা বাঁধছে কিনা বা উন্নয়নের কাজে কোথাও খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুরও নগরোন্নয়নের বিকাশে আগামীদিনে নতুন পরিকল্পনা গ্রহণ বা প্রস্তাব নেওয়ার কথা এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করছে পুরপ্রশাসনের কর্তারা। সেক্ষেত্রে কোনও পুরসভার গাফিলতি থাকলে প্রয়োজনে প্রশাসনিক প্রধান কড়া পদক্ষেপ করতে পারেন বলেও অনুমান করা হচ্ছে।

Related Articles