রাজ্যের খবর

রাধাকুণ্ডের শুভ অষ্টমীর পুণ্য স্নানযাত্রা নিয়ে উন্মাদনা চৈতন্যধাম নবদ্বীপে

Nabadwip radhakunda occesion

The Truth of Bengal: হিন্দুধর্মের অন্যতম তীর্থস্থান হিসেবে বিখ্যাত শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ । ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত শ্রীধাম নবদ্বীপ। এখানকার স্নানের ঘাট অত্যন্ত পবিত্র এবং বিস্তৃত। এই পবিত্র গঙ্গার ঘাটে পুণ্য অর্জনের জন্য রোজ প্রায় হাজার হাজার লোক আসেন। দূরদূরান্ত থেকে এসে স্নান করে ফিরে যান। সেই চৈতন্যধামে মহাসমারোহে পালিত হল রাধাকুণ্ডের শুভ অষ্টমীর পুণ্য স্নানযাত্রা। বৃন্দাবনের রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের এই পবিত্র স্নানযাত্রা উৎসব উপলক্ষে চৈতন্যধাম নবদ্বীপে প্রচুর ভক্ত সমাগম হয়।

রাধা কুণ্ড ও শ্যামকুণ্ড পরিক্রমা, আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল। নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে দেখা যায় বহু মানুষের ভিড়। নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পুণ্যলগ্নে স্নান করতে। কথিত আছে, এই দিনেই শ্রী বৃন্দাবনে গো বৎস বেশে আসা অনিষ্টাসুরকে বধ করেছিলেন গোবিন্দ। যেহেতু গো বধ নিষিদ্ধ সে কারণে তাঁর পাপস্খলনের জন্য তিনি ওইদিন স্নান করেছিলেন। সেই দিন থেকেই চলে আসছে এই পুণ্যদিনে বিশেষ স্নান।

ভক্তদের বিশ্বাস, এদিন পুণ্যভূমে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়। প্রতি বছরের মতো এবছরও রাধাকুণ্ড তথা ‘অষ্টমীর পুণ্যস্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের নিরাপত্তার জন্য আলাদা ব্যাবস্থা করা হয়। সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে করার জন্য মহিলা ভক্ত তথা ভলান্টিয়ার ছিলেন। সব মিলিয়ে অষ্টমীর এই পুণ্যস্নান যাত্রা উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায়।

 

 

Related Articles