রাজ্যের খবর

পলতায় তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ

Mysterious death of Trinamool leader in Palta, murder or accident? Police investigating

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার পলতায় তৃণমূল নেতা হান্নান গাজির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত খুন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি খুন নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান গাজি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। শুক্রবার রাত দেড়টা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক তখনই পলতা কালিয়ানিবাস রোড এলাকায় একটি বিকট শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, হান্নান রাস্তায় পড়ে আছেন, মাথায় গভীর আঘাতের চিহ্ন। আশপাশে কাউকে দেখা যায়নি।

পরিবার দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। এই রহস্যজনক মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, কেউ বা কারা পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে। খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রচণ্ড শব্দ শুনে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন এবং হান্নানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। কীভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। শনিবার ময়নাতদন্তের পর আসল সত্য জানা যাবে।

স্থানীয় তৃণমূল নেতা সম্রাট টপাদার বলেন, “এই মৃত্যু খুবই দুঃখজনক। হান্নান জনপ্রিয় নেতা ছিলেন, এলাকায় যথেষ্ট প্রভাব ছিল তাঁর। হঠাৎ এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা চাই, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমাদের মনে হচ্ছে, এটি পরিকল্পিত খুন। পুলিশ যথাযথ তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক।” এই ঘটনায় পলতা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই মৃত্যু—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles