রাজ্যের খবর

আর জি কর হাসপাতালে দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু মৃত্যু

Mysterious death of second year student at RG Kar Hospital

The Truth Of Bengal: আর জি করে রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার মহিলা চিকিৎসক পড়ুয়া নাইট ডিউটিতে ছিল।

মৃত ওই পড়ুয়ার নাম মৌমিতা দেবনাথ। ওই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। চেস্ট মেডিসিন বিভাগের ওই ছাত্রী সোদপুরের বাসিন্দা ছিলেন। ওই পড়ুয়ার দেহে বহু ক্ষতের চিহ্নপাওয়া গেছে বলে পরিবারের দাবি। এই রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ওই ছাত্রীর ময়নাতদন্তের ভিডিওগ্রাফির দাবি করে পরিবার।

হাসপাতালে ফরেনসিক দল। এই ঘটনায় ১১ জনের একটি পুলিশের দল গঠন করা হয়েছে  ।এমনকি ঘটনাস্থলে পৌঁছেছে  খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল।এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles