রাজ্যের খবর

রক্তচোষা মাছি! দেখা মিলল উত্তরবঙ্গে, কামড়ালেই আপনি অন্ধ

Mysterious 'bloodsucking fly' spotted in North Bengal Vision can be bitten

Truth of Bengal: সম্প্রতি দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে মিলেছে এক বিশেষ প্রকার রক্তশোষক মাছির, যার নাম ‘ব্ল্যাক ফ্লাই’, স্থানীয় ভাষায় যাকে পিপসা বা পটু মাছি বলা হয়। গবেষকদের মতে, এই মাছির কামড়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে অঙ্কোসেরসা ভলভিউলাস নামক এক ধরনের কৃমি।

প্রাথমিক পর্যায়ে এই কৃমি ত্বকের নিচে গুটি বাঁধে, এবং পরে রক্তপ্রবাহের দ্বারা চোখে পৌঁছে অন্ধত্বের সৃষ্টি করতে পারে। এই রোগটি রিভার ব্লাইন্ডনেস নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী মনে করা হয়, পৃথিবীর ট্রপিক্যাল দেশ গুলিতে অন্যতম অবহেলিত রোগ এই রিভার ব্লাইন্ডনেস। উত্তরবঙ্গের পাহাড়ি নদী গুলিকে এই মাছির আঁতুড়ঘর হিসেবে ধরা হয়।

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকেরা ডিএনএ বারকোডিং পদ্ধতির সাহায্যে এই মাছির সঠিক প্রজাতি নির্ধারণ করেছেন। দার্জিলিং ও কালিম্পং জেলার আটটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে চিহ্নিতকরণ হয়েছে চারটি প্রজাতি—সিমুলিয়াম ডেন্টেটাম, ডিজিটেটাম, প্রেলারজাম ও সেনাইল। শনাক্তকরণের জন্য মাছির পা থেকে ডিএনএ নিয়ে সিওআই জিন বিশ্লেষণের মাধ্যমে প্রজাতি নির্ধারণ করা হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, আপাতত এই মাছির মাধ্যমে সংক্রমণের প্রমাণ মেলেনি, তবে ভবিষ্যতে ঝুঁকি এড়াতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

Related Articles