হিন্দু পরিবারের শ্রাদ্ধে সাহায্যের হাত বাড়ালেন মুসলিম নেতা
Muslim leader extends helping hand to Hindu family during Shraddha

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: মুর্শিদাবাদকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে, তখন পাশের জেলা নদিয়ায় সম্প্রীতির এক হৃদয়স্পর্শী উদাহরণ সামনে এল। ধর্মীয় বিভাজনের রাজনীতির বিপরীতে এক মানবিক পদক্ষেপ মন ছুঁয়ে গেল বহু মানুষের।
নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামের বাসিন্দা বরুণ প্রামানিক কিছুদিন আগে মারা যান। পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে। তার আকস্মিক মৃত্যুর ফলে স্ত্রী ও দুই সন্তানের জীবনে নেমে আসে গভীর অন্ধকার। শ্রাদ্ধ অনুষ্ঠান করার সামর্থ্যও ছিল না তাদের।
এই খবর পৌঁছায় সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা জেবের সেখের কাছে। তিনি কোনো ধর্মীয় ভেদাভেদ না করে এগিয়ে আসেন বরুণ প্রামানিকের পরিবারের পাশে। নিজের দায়িত্বে সম্পূর্ণ শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন জেবের সেখ।
এই মানবিক উদ্যোগ সমাজে এক নতুন বার্তা দেয় মানুষের পাশে মানুষই দাঁড়ায়। তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সম্প্রীতির পথেই রয়েছে সমাজের প্রকৃত উন্নতি। হিন্দু-মুসলিম ভেদাভেদের রাজনীতি যারা করেন, তাদের মুখে যেন নীরব চপেটাঘাত করলেন জেবের সেখ। এই ঘটনা আবারও প্রমাণ করল, মানবতা সবচেয়ে বড় ধর্ম।